ঘৃণা ছড়ানো ভিডিও থেকে ইউটিউবে আয়ের সুযোগ থাকছে না
বড় বড় কোম্পানিগুলো ক্রমাগতভাবে বিজ্ঞাপন সরিয়ে নেয়ায় ঘৃণা ছড়ানো ভিডিও বন্ধে কঠোর নীতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। ঘৃণা ছড়াতে পারে এমন কোনো ভিডিওতে এখন থেকে বিজ্ঞাপন দেখানো হবে না। অর্থাৎ ঘৃণা ছড়ানো ভিডিও থেকে ইউটিউবে টাকা আয় করার সুযোগ পাবে না। সম্প্রতি এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ এমন তথ্য জানায়। ব্লগ পোস্টে বলা হয়, এখন থেকে আপলোড করা ভিডিওটি কতটুকু বিজ্ঞাপন বান্ধব হয়েছে বা আদৌ হয়েছে কি না তা ভিডিও তৈরিকারীকে জানানো হবে। তবে ইউটিউবের এমন সিদ্ধান্তে খুশি নয় অনেক ইউটিউবার। ঘৃণা ঠেকাতে গিয়ে অতিরিক্ত কঠোরতার মুখে পড়তে হবে এবং আয় কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউটিউব তারকারা।